দি ওয়েস্টিন ঢাকার নতুন রেসিডেন্ট ম্যানেজার শাখাওয়াত – টাইম ওয়াচ

পাঁচ তারকা মানের আন্তর্জাতিক হোটেল ‘দি ওয়েস্টিন ঢাকা’র রিসেড ম্যানেজার পদে শাখাওয়াত হোসেনকে নিয়াগ দিয়েছে এর মাতৃপ্রতিষ্ঠান ম্যারিয়ট ইারনাশনাল। সম্প্রতি তাকে এই নিয়োগ দেওয়া হয়েছে বলে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হেয়েছ। এতে বলা হয়েছে, শাখাওয়াত হোসেন দীর্ঘ ১৫ বছর যাবত বাংলাদেশের হোটেল বাণিজ্যে গৌরবের সাথে কাজ করে আসেছন। ওয়েস্টিনের আগে তিনি অপারেশন পরিচালক ও ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক হিসেবে পালন করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হোটেল ও পযটন বিভাগে স্নাতোকোত্তর ডিগ্রীধারী শাখাওয়াত হোসেন ম্যারিয়টের ইতিহাসের সর্বকনিষ্ঠ বাঙালি রেসিডেস্ট ম্যানেজার।

Click Here for Details