ওয়েস্টিনে থাই খাবারের উৎসব – বাংলাদেশ প্রতিদিন

ঢাকার প্রাণকেন্দ্র গুলশানে অবস্থিত পাঁচ তারা হোটেল দি ওয়েস্টিন ঢাকা তাদের বুফে রেস্তোরাঁ “সিসনাল টেস্ট” এ সপ্তাহব্যাপী আয়োজন করেছে থাই খাবারের উৎসব “এক্সটি ক থাইল্যান্ড”। ঢাকার ভোজন রসিকরা এখানে উপভোগ করতে পারবেন থাইল্যান্ডের বিভিন্ন সব ঐতিহ্যবাহী খাবার।

এই উৎসবটি আরও উপভোগ্য করতে সুদূর থাইল্যান্ড থেকে উড়ে এসেছেন শেরা টন হুয়া হিন রিসোর্ট এন্ড প্রানবুরি ভিলার শেফ নারকন বুদন। আগামী ২১শে সেপ্টেম্বর থেকে ২৮ শে সেপ্টেম্বর পর্যন্ত তিনি তার জাদুকরি থাই খাবার পরিবেশন করবেন।

Click Here for Details