ওয়েস্টিনে চলছে থাই খাবারের উৎসব – কালের কন্ঠ

ঢাকার গুলশানে অবস্থিত পাঁচতারা হোটেল দি ওয়েস্টিন ঢাকা তাদের বুফে রেস্তোরাঁ সিসনালটেস্টে সপ্তাহব্যাপী শুরু করেছে থাই খাবারের উৎসব। ঢাকার ভোজনরসিকরা সেখানে উপভোগ করতে পারবেন থাইল্যান্ডের বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার।

Click Here for Details