ওয়েস্টিনে চলছে থাই খাবারের উৎসব – কালের কন্ঠ
ঢাকার গুলশানে অবস্থিত পাঁচতারা হোটেল দি ওয়েস্টিন ঢাকা তাদের বুফে রেস্তোরাঁ সিসনালটেস্টে সপ্তাহব্যাপী শুরু করেছে থাই খাবারের উৎসব। ঢাকার ভোজনরসিকরা সেখানে উপভোগ করতে পারবেন থাইল্যান্ডের বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার।