ওয়েস্টিনে থাই খাবারের উৎসব – দৈনিক ইত্তেফাক

ঢাকার প্রাণকেন্দ্র গুলশানে অবস্থিত পাঁচতারা হোটেল দি ওয়েস্টিন ঢাকা তাদের বুফে রেস্তোরাঁ ‘সিসনালটেস্ট’ এ সপ্তাহব্যাপী আয়োজন করেছে থাই খাবারের উত্সব ‘এক্সোটিক থাইল্যান্ড’। ঢাকার ভোজন রসিকরা এখানে উপভোগ করতে পারবেন থাইল্যান্ডের বিভিন্ন সব ঐতিহ্যবাহী খাবার।

এই উত্সবটি আরও উপভোগ্য করতে সুদূর থাইল্যান্ড থেকে উড়ে এসেছেন শেরাটন হুয়া হিন রিসোর্ট অ্যান্ড প্রানবুরি ভিলার শেফ নারকন বুদন। আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত তিনি তার জাদুকরি থাই খাবার পরিবেশন করবেন। এই ফেস্টিভ্যাল উপলক্ষে দি ওয়েস্টিন ঢাকা ২০ সেপ্টেম্বর একটি প্রেস কনফারেন্স আয়োজন করে তাদের সিলভার রুমে। এখানে উপস্থিত ছিলেন বাংলাদেশে থাইল্যান্ডের রাষ্ট্রদূত পানপমিন শোনাপুন্সে, রেসিডেন্ট ম্যানেজার শাখাওয়াত হোসেন, সেলস অ্যান্ড মার্কেটিং ব্যবস্থাপক আল-আমিন, এক্সিকিউটিভ সেফ স্টিফেন মাগারই ও অন্যান্য।

Click Here for Details