পাঁচ তারকা মানের আন্তর্জাতিক হোটেল The Westin Dhaka এর Resident Manager পদে Shakawath Hossain কে নিয়োগ দিয়েছে এর মাতৃপ্রতিষ্ঠান Marriott International – Find Glocal
পাঁচ তারকা মানের আন্তর্জাতিক হোটেল The Westin Dhaka এর Resident Manager পদে Shakawath Hossain কে নিয়োগ দিয়েছে এর মাতৃপ্রতিষ্ঠান Marriott International.
সম্প্রতি তাকে এই নিয়োগ দেওয়া হয় বলে শনিবার (৯ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, Shakawath Hossain দীর্ঘ ১৫ বছর যাবত বাংলাদেশের হোটেল বাণিজ্যে গৌরবের সঙ্গে কাজ করে আসছেন। ওয়েস্টিনে এর আগে তিনি Director of Operations ও Acting General Manager হিসেবে দায়িত্ব পালন করেন।
Dhaka University থেকে হোটেল ও পর্যটন বিভাগে স্নাতকোত্তর ডিগ্রিধারী Shakawath Hossain Marriott International এর ইতিহাসে সর্বকনিষ্ঠ বাঙালি Resident Manager.