ইউসিবি – দ্য ওয়েস্টিন চুক্তি – ইনকিলাব

অর্থনৈতিক রিপোর্টার : ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) ও দ্য ওয়েস্টিন ঢাকার মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী, ইউসিবি প্লাটিনাম কার্ড গ্রাহকরা দ্য ওয়েস্টিন ঢাকার সিজনাল টেস্ট রেস্টুরেন্টে বুফে ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনার এ বাই ওয়ান গেট ওয়ান ফ্রি সুবিধা; স্প্যালশ রেস্টুরেন্টে বুফে বিবিকিউ ডিনার এ বাই ওয়ান গেট ওয়ান ফ্রি সুবিধা; ব্যাংকুয়েট অনুষ্ঠানে রুম রেক ও হল ভেনুতে ৫০% ছাড়; লন্ড্রি সেবায় ৩০% ছাড়; স্পা তে ১৫% ছাড় ও জিম এ ১৫% ছাড় উপভোগ করবেন। ইউসিবি’র ইভিপি ও রিটেল বিভাগের প্রধান তৌফিক হোসেন এবং দ্য ওয়েস্টিন ঢাকা’র রেসিডেন্ট ম্যানেজার সাখাওয়াত হোসেন স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। অন্যান্যদের মধ্যে ইউসিবি’র ভিপি ও হেড অব কার্ডস নেহাল এ হুদা; দ্য ওয়েস্টিন ঢাকা’র হেড অব সেলস ও মার্কেটিং মো. আল-আমিন সহ বিভিন্ন উর্দ্ধতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Click Here for Details