রাজধানীতে তুর্কি খাবারের উৎসব – BD News24
ওয়েস্টিন ঢাকার বুফে রেস্তোরাঁ ‘সিজনাল টেস্টস’ আয়োজন করেছে সপ্তাহব্যাপী তুর্কি খাবারের উৎসব ‘টার্কিস ফ্লেভারস’।
৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত উৎসবে তুরস্কের ঐতিহ্যবাহী কুজু সিস, মিনি কোফতে, টার্কিশ ডিলাইটসহ আরও বিভিন্ন খাবারের স্বাদ নেওয়া যাবে।