হানসা লিমিটেডসহ দুই প্রতিষ্ঠানে সিইও হলেন শাখাওয়াত হোসেন – প্রিয়
ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড ও হানসা ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ পেয়েছেন শাখাওয়াত হোসেন।
ওয়েস্টিন ঢাকা, হানসা প্রিমিয়াম রেসিডেন্স, শেরাটন ঢাকা (আসন্ন -ডিসেম্বর ২০১৯), হায়াত সেন্ট্রিক (আসন্ন -২০২১), হায়াত রেসিডেন্স (আসন্ন -২০২১) এবং সেন্ট রেজিস (আসন্ন- ২০২৩) ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের নিজস্ব প্রতিষ্ঠান।