ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের ২০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন – নয়া দিগন্ত

ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের ১৮তম বার্ষিক সাধারণ সভা গতকাল ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারপারসন মিসেস সেলিনা আলী। উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূর আলী।

সভায় শেয়ারহোল্ডাররা ২০১৮-১৯ সালের সমাপ্ত বছরের হিসাবের ভিত্তিতে ২০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন। সভায় বিপুলসংখ্যক শেয়ারহোল্ডারসহ উপস্থিত ছিলেন স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান কাজী মাহমুদ সাত্তার, পরিচালক মোহাম্মদ মহসীন, গাজী মো: সাখাওয়াত হোসেন, মো: গোলাম সরোয়ার এফসিএ, সিইও মো: শাখাওয়াত হোসাইন, জি এম ওয়েস্টিন ঢাকা ডেনিয়েল মুহর এবং কোম্পানি সচিব মো: শরীফ হাসান এফসিএস। 

Click Here for Details