ব্যবসা টেকাতে হোটেল-রিসোর্ট খুলতে চান মালিকরা – সারাবাংলা

প্রতিবছরই ঈদে সারাদেশে হোটেল-রিসোর্টের রমরমা ব্যবসা চলে। এ সময় পর্যটনকেন্দ্রগুলোতে থাকে মানুষের উপচে পড়া ভিড়। চলে ধুন্দমার বেচাকেনা। আগে থেকেই বুকিং হয়ে যায় হোটেল রুম। কিন্তু এবার চিত্র ভিন্ন! পৃথিবীজুড়ে চলা করোনা মহামারির প্রভাবে হোটেলগুলো বন্ধ, পর্যটন কেন্দ্রে নেই মানুষের আনাগোনা, নেই কোনো বেচাকেনা। এতে বেকার হয়ে পড়ছেন লক্ষাধিক শ্রমিক-কর্মচারি। এমন পরিস্থিতিতে ব্যবসা টিকিয়ে রাখতে সীমিত পরিসরে হলেও হোটেল-রিসোর্টগুলো খুলতে চান মালিকরা।

প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন (পাটা) বাংলাদেশ চ্যাপ্টারের হিসেবে, শুধু রমজান ও ঈদ মৌসুমে দেশের হোটেল ট্যুরিজম খাত ৫০০ কোটি টাকার ব্যবসা হারিয়েছে। আর ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) বলছে, অ্যাভিয়েশন খাত ছাড়া শুধু হোটেল-রিসোর্টসহ পর্যটনের বিভিন্ন ব্যবসায় এ বছর এখন পর্যন্ত প্রায় ৫ হাজার ৭০০ কোটি টাকা ক্ষতি হয়েছে।

Click Here for Details