হোটেল-রিসোর্ট খুলতে চান ব্যবসায়ীরা – নয়া দিগন্ত
স্বাস্থ্যবিধি মেনে এবার হোটেল-রিসোর্ট খুলতে চান ব্যবসায়ীরা। ব্যবসা টিকিয়ে রাখতে তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানালেন এ খাতের সংশ্লিষ্টরা। তারা জানান, প্রায় আড়াই মাস ধরে লকডাউনের কবলে পড়েছে পর্যটন শিল্প। এতে বেকার হয়েছে ৩৫ হাজারের বেশি শ্রমিক। এমন পরিস্থিতিতে এ শিল্প ধরে রাখতে স্বাস্থ্যবিধি মেনে হোটেল-রিসোর্ট খোলার পক্ষে মালিকরা।
রিসোর্ট ও হোটেল ব্যবসায়ীরা জানান, তারা সরকারের নির্দেশনার অপেক্ষায় রয়েছেন। স্বাস্থ্যবিধি মেনে কিভাবে করোনাভাইরাসের সময়ে ব্যবসা চলবে তার প্রস্তুতিও নেয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশনা দিলেই তারা ব্যবসা চালু করবেন।
প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন (পাটা) বলছে, শুধু রমজান ও ঈদ মৌসুমে হোটেল ট্যুরিজম খাত ৫০০ কোটি টাকার ব্যবসা হারিয়েছে। আর ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) বলছে, অ্যাভিয়েশন খাত ছাড়া শুধু হোটেল-রিসোর্টসহ পর্যটনের বিভিন্ন ব্যবসায় এ বছর এখন পর্যন্ত প্রায় ৫ হাজার ৭০০ কোটি টাকা ক্ষতি হয়েছে। এতে বেকার হয়ে পড়ছেন লক্ষাধিক শ্রমিক-কর্মচারী।