পর্যটন শিল্প বাঁচাতে বিহা’র ৬-দফা সুপারিশ – পর্যটন বিচিত্রা
“বেশির ভাগ হোটেলের অতিথিসংখ্যা ২-৩ শতাংশে নেমেছে। অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়েছে অনেক হোটেল। করোনার আঘাতে এ খাতে প্রায় ২,৫০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। কিন্তু এ অবস্থা চলতে থাকলে চলতি বছর বাংলাদেশের হোটেলগুলোর ক্ষতি ৭,০০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে। বাংলাদেশে করোনাকালে বেকার হয়ে পড়ার আশংকা ৩ লাখ ১০ হাজারের বেশি হোটেল শ্রমিক ও কর্মচারী” -বিহা
করোনা মহামারির আঘাতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিপর্যয়ের মুখে পড়ে গেছে পর্যটন শিল্পের গুরুত্বপূর্ণ অঙ্গ দেশের আন্তর্জাতিক মানসম্পন্ন হোটেল শিল্পখাত। এই খাতটিকে বাঁচাতে ছয় দফা সুপারিশ উত্থাপন করেছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন (বিহা)। আজ বুধবার সকাল ১১টায় রাজধানীর এক অভিজাত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বিহা নেতৃবৃন্দ ধ্বংসের মুখে পড়ে যাওয়া এ খাত ও এর সাথে জড়িত তিন লাখের বেশি মানুষ ও তার পরিজনদের বাঁচাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনার পাশাপাশি এসব সুপারিশ তুলে ধরেন।