প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দুই কোটি টাকা অনুদান দিল ইউনিক হোটেল – প্রথম আলো

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর কল্যাণ ও ত্রাণ তহবিলে দুই কোটি টাকার আর্থিক অনুদান দিয়েছে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড। গত রোববার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ অনুদানের চেক তুলে দেওয়া হয়। ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের কাছে অনুদানের চেক তুলে দেন ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সাখাওয়াত হোসেন ও কোম্পানির মালিকানাধীন হোটেল ওয়েস্টিনের জেনারেল ম্যানেজার ড্যানিয়েল মুহর।

Click Here for Details