করোনায় ২৫০০ কোটি টাকা ক্ষতির দাবি তারকা হোটেল মালিকদের – বাংলা ট্রিবিউন
করোনা মহামারির আঘাতে দেশের তারকা হোটলেগুলোর প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন হোটেল মালিকরা। তারা জানান, পরিস্থিতির পরিবর্তন না হলে চলতি বছরেই হোটেলগুলোর ক্ষতির পরিমাণ ৭ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে। তাই এই খাতকে বাঁচাতে ছয় দফা সুপারিশ উত্থাপন করেছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন (বিহা)।
বুধবার (২২ জুলাই) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বিহা’র নেতারা বিপর্যস্ত হোটেল খাতের সঙ্গে জড়িত তিন লাখের বেশি মানুষ এবং তাদের পরিবারকে বাঁচাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনার পাশাপাশি বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।